দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? কেই বা দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী, অর্থাৎ, ধন সম্পদ কার সবথেকে কম? ২০২৩ সালে ভারতের সব মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর।
তাদের প্রতিবেদন অনুসারে, দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১০ কোটি টাকা! যা ভারতের অন্যান্য মুখ্যমন্ত্রীর সম্মিলিত সম্পদের থেকেও বেশি। আর ভারতের সবচেয়ে কম সম্পদ রয়েছে যে মুখ্যমন্ত্রীর, তিনি আর কেউ নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কত সম্পত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? এডিআর-এর প্রতিবেদন বলছে, তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি বলতে কিছু নেই তাঁর, সবটাই অস্থাবর সম্পত্তি। তিনিই আসলে ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী, যাঁর সম্পদ ১ কোটি টাকার নীচে। তাঁর সহজ সরল জীবন যাত্রা নিয়ে প্রচুর চর্চা হয়। বিদেশ সফরে গিয়েও কীভাবে শুধু মুড়ি খেয়ে থেকে খরচ বাঁচান, সেই কাহিনিও সুপরিচিত। তাঁর সম্পত্তির ছবিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহজ-সরল জীবনযাত্রার ছবিটা স্পষ্ট।
‘দরিদ্রতম মুখ্যমন্ত্রী’র তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সর্বশেষ নির্বাচনে জমা দেওয়া হলউনামা অনুযায়ী, সিপিআই(এম) নেতার সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা। আর ১ কোটি টাকার সামান্য বেশি সম্পত্তি নিয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায় তৃতীয় স্থানে আছেন হরিয়ানার মনোহরলাল খট্টর।