একসময় তিনি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রশংসক। কিন্তু এখন এমনই পরিস্থিতি, নিজের ছেলের বিয়েতে মোদীকে আমন্ত্রণই জানালেন না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। অথচ আমন্ত্রিতের তালিকায় আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লালকৃষ্ণ আডবানী-সহ বিজেপির তাবড় নেতারা।
ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য গত সপ্তাহে রাজধানীর রাজনৈতিক কুশীলবদের আমন্ত্রণ জানাতে দিল্লী এসেছিলেন রাজ ঠাকরে। আমন্ত্রণ জানান রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নিতীন গাডকরী, প্রকাশ জাভড়েকর, ধর্মেন্দ্র প্রধান, মানেকা গান্ধীদের। সেখানেই এক সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরেকে প্রশ্ন করা হয়েছিল, ‘ছেলের বিয়েতে মোদীকে কী নিমন্ত্রণ করবেন’? উত্তরে রাজ যা বলেন তা চমকে দেওয়ার মতো। রাজ ঠাকরের ব্যঙ্গ মিশ্রিত জবাব, ‘মোদীজি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করেন নাকি’! একসময়ে মোদীর অন্ধভক্ত যে এখন ঘোরতর মোদীবিরোধী, রাজ ঠাকরের এই সিদ্ধান্ত সেটাই আরও একবার প্রকাশ্যে এনে দিল।
প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে। মুম্বইয়ের নামি চিকিৎসক সঞ্জয় বরুডের মেয়ে মিতালির সঙ্গে মুম্বইয়ের লোয়ার প্যারেলের রিজ হোটেলে অনুষ্ঠিত হবে বিয়ে।