বদল এসেছে বাংলার আবহাওয়ায়। রাজ্যে ফিরেছে মৃদু শীতের আমেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত ২ দিনে ফের কিছুটা ঠান্ডা বেড়েছে। তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াল এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশাও কম থাকবে। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
পাশাপাশি, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়া শুষ্কই থাকবে। সোমবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তারপরেই আবহাওয়া বদলাবে। মঙ্গলবার, সরস্বতী পুজোর আগের দিন দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সরস্বতী পুজোর দিন সকালে হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে৷ আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পরবর্তী দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি চড়তে পারে তাপমাত্রার পারদ, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।