তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভা নির্বাচনে ভোট চাইবেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা। এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন। এছাড়াও তৃণমূল সরকারের নেতৃত্বে প্রভূত উন্নয়ন হয়েছে এলাকার। তাই তাঁদেরকে বিরোধীরা ভয় পাচ্ছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরতেই আজ, শনিবার রাজ্য জুড়ে হবে মিছিল।
তৃতীয় তৃণমূল সরকারের প্রথম প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে রাজ্য জুড়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সেটা নিয়ে রাজনৈতিক চাপও বাড়াচ্ছে তৃণমূল। এমন পরিস্থিতির মোকাবিলায় বাংলার বিজেপি একসময় তুলে ধরতে চাইছিল অসম সরকারের ‘অরুণোদয়’ প্রকল্পকে। বিজেপি-র বক্তব্য ছিল, বাংলার তুলনায় অসমের বিজেপি সরকার অনেক ভাল প্রকল্প চালায় এবং এ বার তাতে টাকার পরিমাণও বাড়ছে। যদিও এমন দাবিতে বাংলায় বিজেপি কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছে তৃণমূল।
অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাংলায় বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা বারবার সমালোচনা করেছিল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মোকাবিলা করবে কী করে। সবই তো আমাদের অনুকরণ। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে যত রকমের সুযোগসুবিধা দিয়েছেন তার কোনও অতীত নজির নেই। কেন্দ্রেরও এত প্রকল্প নেই। ফলে বিজেপি কী প্রচার করল তা নিয়ে আমাদের ভাবনাও নেই।’