মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক বানচাল করার অভিযোগে এবার হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর। এফআইআর দায়ের করল তৃণমূল পরিষদীয় দল।
প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক অবস্থার কারণে প্রেস কর্ণারে না গিয়ে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন। সেই কারণে বিধানসভার প্রেস কর্ণারে আলাদা ব্যবস্থা করা হয়। বাজেট পেশ হয়ে যাওয়ার পর যখন তিনি প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় ওখানে বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন। মুখ্যমন্ত্রী তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু তারপরেও বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক চালিয়ে যান। এরপর বিধানসভার প্রেস কর্ণারের ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয়।
এই ঘটনায় তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটাল সেটা তদন্ত করে দেখার জন্য। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের সচিবের কাছে যাওয়া নিয়ে তৃণমূলের তরফে বলা হয়, সারা দেশ বিজেপির অত্যাচারে নিরাপত্তার অভাব বোধ করছে।