চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী রইল অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ কাপের ফাইনাল। শেষ পর্যন্ত ভারত এবং বাংলাদেশ দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে তা হয়েছে দীর্ঘ নাটকের পর। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। ফাইনালে তারা এগিয়ে যায়। ঠিক যে সময়ে মনে হচ্ছে ট্রফি তাদের, তখনই বাংলাদেশের হয়ে সমতা ফেরান সাগরিকা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কোনও দলই পেনাল্টি নষ্ট করেনি। প্রত্যেকেই গোল করেন। দু’দলের সব ফুটবলারেরা শট মারার পরেও ম্যাচের মীমাংসা না হওয়ায় রেফারি টস করার সিদ্ধান্ত নেন। টসে জেতে ভারত। তখনই গোটা দল উৎসব শুরু করে দেয়। কিছু ক্ষণ পরে নিজেদের ভুল বুঝতে পারেন রেফারি এবং ম্যাচ কমিশনার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যত ক্ষণ না মীমাংসা হবে, ততক্ষণ ‘সাডেন ডেথ’ চলতেই থাকবে।
স্বাভাবিকভাবেই ভারতকে টসে জয়ী ঘোষণা পর ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ফুটবলের কর্তারা। রেফারিকে তাঁরা বোঝান। ভুল শুধরে নিতে দু’দলের খেলোয়াড়দের ডেকে আবার টাইব্রেকার শুরু করার সিদ্ধান্ত নেন রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ভারতীয় দল। ফুটবলারেরা মাঠ ছেড়ে যান। রেফারি জানিয়েছিলেন, আধ ঘণ্টার মধ্যে ভারত মাঠে না ফিরলে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু এক ঘণ্টা হয়ে গেলেও ভারত মাঠে আসেনি। পরিস্থিতি সামলাতে দুটি দলকেই যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ।