রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই খেলাধূলার উন্নতিতে একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংকে আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক জেলায় স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে। এবার অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে পদকজয়ীদের জন্য সরকারি চাকরি দেবে তাঁর সরকার।
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন সেখানেই বাংলার একাধিক পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মন্ত্রী বলেন, ‘অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় ও আন্তর্জাতিক গেমসে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদকজয়ীদের মেডেলের শ্রেণি ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিন্টেড্যান্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে চাকরির সুযোগ দেওয়া হবে।’
