বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হয় বিধানসভায়। আর সেখানে যে একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং মানুষের স্বার্থে জনমোহিনী বাজেট পেশ করা হয়েছে তাতে চাপে পড়ে গিয়েছে বিজেপি। কারণ একশো দিনের কাজের টাকা তো দেওয়া হবেই।
এবার আবাস যোজনার বাড়ির ক্ষেত্রেও এগিয়ে এল রাজ্য সরকার। ফলে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ যা সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দেওয়ার দায়িত্ব তা একটা রাজ্য সরকার পালন করছে। এবারের রাজ্য বাজেটেও তা দেখা গেল। আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ করার কথা ঘোষণা হয়েছে। এই ঘোষণা যদি কার্যকর হয় তাহলে প্রকল্পের আওতায় থাকা ১১ লক্ষ মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাজেটে আলাদা করে আবাস যোজনার জন্য ভাবা হয়েছে। শুধু কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করা হচ্ছে।
এদিকে আবাস যোজনার টাকাও এখন বাংলার মানুষ পাননি। এই নিয়েও আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। তবে বারবার কেন্দ্রীয় প্রতিনিধিদল এসেও আবাস যোজনার টাকা মেলেনি। এই নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাংলার প্রান্তিক মানুষজন। কেন্দ্রীয় সরকার স্বপ্ন ফেরি করেছিল মাথার ছাদের। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন, ‘কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় টাকা পাঠাচ্ছে কিনা তা দেখার জন্য আর এক মাস অপেক্ষা করা হবে। তারপরও যদি টাকা না আসে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মে মাসের ১ তারিখ থেকে আবাস যোজনার জন্য টাকা দেওয়া হবে।’