সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবেন না তিনি। লোকসভা নির্বাচনে রাজ্যে একলা চলো নীতিই অবলম্বন করবে তাঁর দল তৃণমূল। আর তারপর থেকেই তৃণমূল নেত্রীর মন পেতে সচেষ্ট হাত শিবির। এবার যেমন উড়িষ্যায় ভারত জোড়ো যাত্রার মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী জানালেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। তা মমতাজির নিজের স্টেটমেন্ট শুনলেই বোঝা যাবে।’
কংগ্রেস সাংসদ জানান, ‘যারা প্রথম থেকে ইন্ডিয়া জোটের অংশ ছিলেন, তাঁরা এখনও রয়েছেন। তবে হ্যাঁ, মিস্টার নীতীশ কুমার ইন্ডিয়া জোট থেকে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সে কেন বেঁধেছে আপনারা ভালো করেই জানেন। আমার বাকি শরিক দলগুলি জোট বেঁধেই বিহারে লড়ব। যেমন ইন্ডিয়া জোট আগে কথা দিয়েছিল, তাই হবে।’ রাহুলের স্পষ্ট বক্তব্য, ‘এ কথা সত্য নয়, অনেক দল ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যেমনভাবে জোট তৈরি হয়েছিল, তেমনই রয়েছে।’ রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা সমাধান করতে মরিয়া কংগ্রেস হাইকমান্ড। আর সেই কারণেই রাহুল গান্ধীর এ হেন মন্তব্য।