ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ। এবার এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণে আহত হলেন অন্ততপক্ষে ২৫ জন। কারখানার ভিতরে বেশ কিছু শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় আচমকাই আগুন ধরে যায়। তার পর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বহু দূর থেকে সেই আগুনের গোলা এবং ধোঁয়া দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ২৫ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, ভিতরেই আটকে পড়েন শ্রমিকরা।
জানা গিয়েছে, কারখানাটির রাজু আগরওয়াল নামে এক ব্যক্তির। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে দাবি স্থানীয়দের। প্রথামিক ভাবে জানা গিয়েছে, ১৫টি বিস্ফোরণ হয়েছে কারখানায়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠেছে কয়েক কিলোমিটার দূরের এলাকাও। ২৫ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। কারখানার ভিতরে ৩০ জন শ্রমিক ছিলেন প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হরদার জেলাশাসক ঋষি গর্গ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা এবং পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩০ জন কর্মী ছিলেন উক্ত কারখানায়।