সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, সেখানেই রাজ্যের বিভিন্ন বিভাগে প্রায় ১৩০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু স্বাস্থ্য দফতরে ১১০০ জনকে নিয়োগ করা হবে। বাকি ২০০টি পদের নিয়োগ হবে বিভিন্ন সরকারি দফতরের শূন্য পদে।
অন্যদিকে ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য নিজস্ব ফান্ড থেকে ২১ ফেব্রুয়ারি শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলে শনিবার ধর্না মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা।
সূত্রের খবর, যে সমস্ত অ্যাকাউন্টে টাকা যাবে সেই অ্যাকাউন্টগুলি সম্পর্কে যাচাই করার পাশাপাশি ভূয়ো অ্যাকাউন্ট থাকলে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাতে সময় কম থাকায় দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যে ফায়ার সার্ভিসে ও পঞ্চায়েতে প্রায় ৭ হাজার নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য। আদালতের জট কাটার পর শিক্ষাক্ষেত্রেও ৯ হাজার ৫৩৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার নতুন করে দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩২৮ জনকে প্রাথমিকের নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এবার স্বাস্থ্য-সহ বিভিন্ন সরকারি দফতরে ১৩০০ জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য।