এবার সৈকতনগরী দীঘায় নির্মিত হতে চলেছে মসজিদ। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মুসলিম পর্যটকদের সুবিধার জন্য দীঘায় তৈরি হতে চলেছে মসজিদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে সেখানে মসজিদ তৈরির কথা বলেছিলেন। অবশেষ সেখানে মসজিদ তৈরির জন্য জমি চিহ্নিত করা হল। রাজ্য সরকার জমি দেবে এবং তাতে মসজিদ তৈরি করবে মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। দীঘায় মসজিদ তৈরির বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দের পূর্ব মেদিনীপুরের জেলা কমিটির সম্পাদক আব্দুস সামাদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর আগেই এখানে মসজিদ তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছিল যে সমুদ্র সৈকতে অনেক মুসলিম পর্যটক আছেন। তাদের প্রার্থনা করতে সমস্যা হয়। তখন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন। তখন থেকেই চলছিল এই প্রক্রিয়া।
প্রসঙ্গত, দীঘায় এই মসজিদ তৈরি করা হবে ২ একর ১১ ডেসিমেল জমির উপরে। নিউ দিঘা পিকনিক কমপ্লেক্সের কাছে সমুদ্র সৈকতের গা ঘেঁষে এই জমিটি অবস্থিত। দীঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই জমিটি জমিয়তে উলামায়ে হিন্দের হাতে মসজিদ তৈরির জন্য তুলে দেওয়া হবে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মসজিদ তৈরির জন্য জমি চেয়েছিল ওই সংগঠন। তবে জমি হস্তান্তর নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। জানা গিয়েছে, আগামী ১৯শে ফেব্রুয়ারি জমি হস্তান্তর নিয়ে জেলা শাসকের দফতরে হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক।