ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, বাংলার পাওনা টাকা দিচ্ছে না মোদী সরকার। গ্রামীণ আবাস যোজনার মতো প্রকল্পেও বরাদ্দ নিয়ে টালবাহানা চলছে। রাজ্য সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে ফের তার প্রমাণ পাওয়া গেল। দেখা যাচ্ছে, ক্রমাগত দুটি অর্থ বছরে বাংলাকে কোনও কর্মদিবসই বরাদ্দ করেনি মোদী সরকার। কর্মদিবস অনুমোদন করলে, বাংলা ২২ হাজার কোটি টাকারও বেশি অর্থ পেত। বিপুল পরিমাণ প্রাপ্য বকেয়া রেখে ধ্বংস করা হচ্ছে বাংলার গ্রামীণ অর্থনীতিকে।
কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, ১০০ দিনের কাজে বাংলার প্রাপ্য ৬,৯১৩ কোটি টাকা দিচ্ছে না তারা। পাশাপাশি ২০২২-২৩ ও ২০২৩-২৪ আর্থিক বছরে বাংলায় প্রায় ৬২ কোটি শ্রমদিবস তৈরির প্রস্তাব ছিল। সেই খাতে প্রায় ২৩ হাজার কোটি টাকা পেত বাংলা। তা থেকেও বঞ্চিত হয়েছে রাজ্যবাসীকে। তবে নিজের খরচে জবকার্ড হোল্ডারদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য। ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে মোদী সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে নবান্ন। এবার বকেয়ার পাশাপাশি রাজ্য আরও কত টাকা পেতে পারত, তাও তুলে ধরা হল। ২৩শে জানুয়ারি রাজ্য ও কেন্দ্রের অধিকারিকরা বৈঠকে বসেছিল। সেখানেই কেন্দ্রের হাতে সামগ্রিক রিপোর্ট তুলে দেয় নবান্নের কর্তারা। সুরাহা কবে মিলবে, তা নিয়ে এখনও রয়েছে সংশয়।