রেড রোডে ধর্নার দ্বিতীয় দিনেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হবে না। কেন্দ্রের কাছে ভিক্ষা নয়, ২২ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে মমতা সরকার। ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুর যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে’।
একইসঙ্গে মমতা বলেন, আবাসনের ১১ লক্ষ ‘ক্লিয়ার করেও করেনি’। মমতার কথায়, ‘আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে আবার বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না’। কিন্তু এই বিপুল টাকা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী সে জবাবও দেন এদিন মঞ্চ থেকেই। জানান, এটা মানুষের টাকা, মাটির টাকা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিন বছর ধরে ১০০ দিনের শ্রমিকদের টাকা দেয়নি কেন্দ্র। সেই হকের টাকা দেবে বাংলার সরকার, জানিয়ে দেন মমতা।