এবার আদালতে ধাক্কা খেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জাভেদ আখতারের করা মানহানির মামলার শুনানির স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর সেই আর্জি খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারি বিচারপতি রেবতি মোহিতে ডেরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, গত বছর একটি টেলিভিশন সাক্ষাত্কারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তা নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেই মামলার তদন্ত করছে জুহু পুলিশ। কয়েক মাস আগে নাম না করে নানান মন্তব্য করেছিলেন জাভেদ আখতার। কঙ্গনার দাবি, ওইসব মন্তব্য আসলে তাঁকে উদ্দেশ্য করেই করা হয়েছে।
গতকাল জাভেদ আখতারের আইনজীবী আদালতে বলেছেন, কেউ যদি কোনও মন্তব্যকে নিজের গায়ে মেখে মামলা করেন তাহলে আদালতে প্রতিদিন লক্ষ লক্ষ মামলা হওয়া উচিত। যদিও কঙ্গনার আইনজীবী আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, জাভেদ আখতার যে মন্তব্য করেছিলেন তা কার উদ্দেশে তা স্পষ্ট। আদালত নিশ্চয়ই তাঁর কথার অর্থ অনুধাবন করবেন। কিন্তু কঙ্গনার আইনজীবীর যুক্তিকে কার্যত খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি প্রকাশ নায়েক।
এরই মধ্যে কঙ্গনা নিজেও জাভেদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। অপরাধমূলক ষড়যন্ত্র, তোলাবাজি এবং তাঁর ব্যক্তিগত পরিসরে ঢুকে হেনস্থার ধারায় মামলা দায়ের করেছেন কঙ্গনা। যদিও গত বছর আন্ধেরির একটি ম্যাজিস্ট্রেট কোর্ট তোলাবাজির অভিযোগ বাদ দেয়। কিন্তু বাকি ধারাগুলির উপর ভিত্তি করে জাভেদের বিরুদ্ধে সমন জারি করে। তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। জাভেদ আখতার আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন দাখিল করেন।
এরপরই দায়রা আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন এবং তাঁর বিরুদ্ধে কোনওরকম ফৌজদারি পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দেন। এরই মধ্যে জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় স্থগিতাদেশ চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনার আইনজীবী। তিনি আবেদন করেন যে দুটি পৃথক মামলার শুনানি হলে তাতে পরস্পর বিরোধী রায় আসতে পারে। তাই দুটি মামলাই একসঙ্গে শুনে বিচার করা হোক। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।