কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর রেডরোডেই ছিলেন তিনি। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বের হন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সেই সময় রেড রোডের পাশের মাঠে বাচ্চাদের বাস্কেট বল খেলতে দেখে এগিয়ে যান মমতা বন্দ্যেপাধ্যায়। তাদের সঙ্গে কথা বলেন। ব্যাগ থেকে চকলেট বার করে দেন। সাত সকালে মুখ্যমন্ত্রী, তার ওপর চকলেট পেয়ে বাচ্চারাও বেজায় খুশি।
বস্তুত, রাজনৈতিক সংগ্রামের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাগে যে ক’টি জিনিস আবশ্যিক হিসেবে থাকে, তার মধ্যে অন্যতম হল এই চকলেট। নিজে যে খুব একটা খান, তেমন নয়। তবে অন্যদের বিলি করার জন্যই তিনি ব্যাগে চকলেট রাখেন বলেই ঘনিষ্ঠ মহলের দাবি।
এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার হাল হকিকৎ খতিয়ে দেখতে সাত সকালে রেড রোডের ধর্না মঞ্চে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
শুক্রবার দুপুর ২টো থেকে রেড রোডে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ৪৮ ঘণ্টা চলবে মুখ্যমন্ত্রীর এই ধর্না কর্মসূচি। কেন্দ্রের বকেয়া নিয়ে আন্দোলনের অভিমুখ ঠিক করতে শনিবার, ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিক এবং আবাসের বঞ্চিতদের নিয়ে ধর্না মঞ্চেই মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর।