বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই এই বাজেট নিয়ে চতুর্দিকে উঠেছে সমালোচনার ঝড়। বাজেটকে অদূরদর্শী বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। এই বাজেটে উচ্চশিক্ষার ওপর নজর দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু এর মধ্যেই জানা, গেল ইউজিসি-র জন্যে বরাদ্দ কমেছে এক ধাক্কায় ৫৩ শতাংশ! বাজেট নথি অনুযায়ী, এবছর ১.২০৬ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা খাতে। এদিকে গতবছর বরাদ্দ থিল ১ লাখ ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই আবহে গতবছরের তুলনায় ৬.৮ শতাংশ বেড়েছে বরাদ্দ। আর ইউজিসির জন্য বরাদ্দ কমেছে ৫৩.৩ শতাংশ।
পাশাপাশি জানা গিয়েছে, স্কুল শিক্ষার জন্য ৭৩ হাজার ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে উচ্চশিক্ষা খাতে ৪৭ হাজার ৬১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে গতবছর যখন ইউজিসির বরাদ্দ ছিল ৫৩৬০ কোটি টাকা, এবছর তা ৫৩ শতাংশ কমে ২৫০০ কোটি টাকা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির বরাদ্দ ১১ হাজার ৫২৮ কোটি থেকে বাড়িয়ে ১৫ হাজার ৯২৮ কোটি টাকা করা হয়েছে। এদিকে আইআইএম প্রতিষ্ঠানগুলির বাজেট ৬০০ কোটি থেকে কমিয়ে ২১২ কোটি টাকা করা হয়েছে এবছর। যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।