“আপনার মেয়েকে অপহরণ করব। তাঁকে বাঁচাতে আপনি যা পারেন করুন!’’ গত ৯ জানুয়ারি বুধবার কেজরীওয়ালের সরকারি ই-মেল অ্যাকাউন্টে এল এইরকমই দু’টি হুমকি ই-মেল৷ যদিও প্রেরকের পরিচয় পাওয়া যায়নি এখনও৷ মাস তিনেক আগেই সচিবালয়ে ঢুকে উপর দিল্লির মুখ্যমন্ত্রীর উপর লঙ্কার গুঁড়ো নিয়ে আক্রমণ করেছিল এক ব্যক্তি। এ বার সেই অরবিন্দ কেজরীওয়ালের বছর তেইশের মেয়ে হর্ষিতাকে উদ্দেশ্য করে এরকম হুমকি আসায় তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ৷
কিন্তু কে বা কারা ওই ই-মেল পাঠাল, সে সম্পর্কে এখনও তেমন কোনও সূত্র পায়নি দিল্লি পুলিশের সাইবার সেল। তদন্তের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ কর্তা বলেন, ‘‘মেল পাওয়ার পরই পদস্থ পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন কমিশনার।’’ পুলিশ সূত্রে খবর, ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন কমিশনার।
আপ সুপ্রিমো কেজরীওয়ালের মিডিয়া উপদেষ্টা নাগেন্দ্র শর্মা শনিবার জানান, হুমকি ই-মেল পাওয়ার পরই সেগুলি দিল্লির পুলিশ কমিশনার অনূল্য পট্টনায়েককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘দিল্লি সরকারকে পুলিশের পক্ষ থেকে এখনও ওই ই-মেলের তদন্তের বিষয়ে কোনও অগ্রগতির খবর দেওয়া হয়নি।’’
২০১৪ সালে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন হর্ষিতা। দিল্লি আইআইটি থেকে পাশ করার পর বর্তমানে গুরুগ্রামের একটি বহুজাতিক সংস্থায় চাকরি করেন তিনি। সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কেজরীওয়ালের স্ত্রী সুনিতা, মেয়ে হর্ষিতা বা ছেলে পুলকিত এর আগে কখনও নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার আর্জি জানাননি। তাঁরা বরং আমজনতার মতো সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত৷ এই ই-মেলের পর তাঁদের নিরাপত্তা বাড়ানো হয়েছে৷