সম্প্রতি রাজ্যে একাধিক ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তের স্বার্থে তাদের নিজাম প্যালেসের দফতরে হামেশাই একাধিক ব্যক্তিকে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, তথ্যপ্রমাণও সংগ্রহ করে রাখা হয়েছে সেখানে। ফলে সিবিআই দফতরের নিরাপত্তাও আঁটসাট। এবার সেখানেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু হল। শৌচাগারে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মির আজাদ আলি। কলকাতা পুলিশের প্রথম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। নিজাম প্যালেসের ১৪ তলায় যেখানে সিবিআই দফতর রয়েছে, বৃহস্পতিবার ওই পুলিশকর্মী সেখানেই ছিলেন। সিবিআই দফতরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিবিআই দফতরের শৌচাগারে ওই পুলিশকর্মীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আচমকা সেই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দফতরে। পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশই ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।