সামনেই দেশের লোকসভা নির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই এই বাজেটের সমালোচনায় ভরিয়ে দিয়েছে বিরোধীরা। এবার যেমন নির্মলার বাজেট নিয়ে মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
তিনি বলেন, ‘এটি মোদী সরকারের বিদায়ী বাজেট। এই বাজেটে নেই উন্নয়নের লক্ষ্য। বাজেট যদি জনগণের জন্য না হয় তাহলে সেটা অপচয়। বিজেপি সরকার গত দশ বছরে শাসনের একটি লজ্জাজনক রেকর্ড তৈরি করেছে। এবার সেই লজ্জাজনক রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিবাচক সরকার আসবে।‘ অন্যদিকে, কংগ্রেস সাংসদ শশী থারুর নির্মলার বাজেট বক্তৃতাকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন। এই বাজেটে অর্থনীতির সমস্যাগুলি সমাধান করতে পারবে না বলে দাবি তাঁর।