বুধবার সন্ধ্যায় পদত্যাগ করেছিলেন তিনি। আর তারপর গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানালেন ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন।
হেমন্তের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই হেমন্তকে জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বার বার নোটিস পাঠাচ্ছিল ইডি। এই মামলায় এর আগে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কিন্তু ইডিকে হেমন্ত কোনও সাড়া দেননি। ২৯ জানুয়ারি তাঁর দিল্লির বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু তাঁকে না পেয়ে একটি বহুমূল্য বাড়ি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা।