এবার মুর্শিদাবাদে হিংসার বলি তৃণমূল কর্মী। রাহুল গান্ধীর ন্যায়যাত্রার ঠিক আগের রাতেই বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল বছর চৌত্রিশের শ্যাম বাবু রায়ের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরে।
শ্যাম বাবু মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরেরই বাসিন্দা। বুধবার মুখ্যমন্ত্রীর সভাতেও গিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে অঘটন। অভিযোগ, তাঁর পথ আটকে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এই খুনের সঙ্গে রাজনীতির স্পষ্ট যোগ রয়েছে বলেই দাবি নিহতের পরিবারের। স্বজনহারাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। এই ঘটনার পর অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়েছে বলেও দাবি পরিবারের লোকজনের।