মালদহের সভা থেকে সিপিএমকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, একই সুরে তিনি আক্রমণ করলেন কংগ্রেসকেও৷ যখন এক দিকে রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের জোট ও আসন সমঝোতা নিয়ে হাজার বিতর্ক চলছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ওরা আগে সিপিএমের হাত ছাড়ুক৷’
এ দিন সভা থেকে তিনি অতীত মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমাকে সিপিআইএম প্রচুর মেরেছে৷ আমি সিপিএমকে কোনওদিন ক্ষমা করব না৷ তাই ওদের সঙ্গে যাঁরা ঘর করবে, তাঁদের আমি ক্ষমা করব না৷ আমি কংগ্রেসকে বললাম, দু’টো সিট দিচ্ছি, তোমাদের জিতিয়ে আসন৷ বলল না, আমাদের অনেক চাই৷ ওরা আগে সিপিএমের হাত ছাড়ুক৷ সিপিএমন কত অত্যাচার করেছে আমি কিছু ভুলে যাইনি৷ যাঁরা আপনাদের সন্মান দেবেন, তারাই তো আপনার প্রকৃত বন্ধু৷’
রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার মাঝেই এই সভা থেকে কংগ্রেসকে আক্রমণের নিশানা করেন মমতা৷ ওদিকে তখন ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের পাশে দাঁড়াতে তৎপরতা শুরু করেছে সিপিআইএম৷ তৃণমূলের মধ্যে আসন সমঝোতার জায়গা বাড়ছে বলেই আগামীকাল ভারত জোড়ো যাত্রায় থাকবেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এ ছাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়রাও৷ ফলে রাজনীতীর সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে,তা এখনও স্পষ্ট হচ্ছে না৷