মধুর অবসান ঘটেছে দীর্ঘ এক যুগের অপেক্ষা। ১২ বছর পরে ফের সর্বভারতীয় কোনও ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জিতে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ কলকাতায় পা রাখলেন খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে টিম বাসের সঙ্গে সমর্থকরা বাইক মিছিল করে ক্লাব পর্যন্ত যান। ক্লাবে ট্রফি নিয়ে ঢোকার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীও ছিলেন হাজার হাজার সমর্থক। জনজোয়ারের জেরে বাস ক্লাবে পৌঁছতে সময় নেয় ৩ ঘণ্টা।
এহেন আনন্দের মাঝেই বড় বিবৃতি দিল লাল-হলুদের স্পনসর ইমামি। ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেল থেকে ক্লাবের একটি বিবৃতি সামনে আসে। ইমামি গ্রুপের পক্ষ থেকে কার্লেস কুয়াদ্রাত ও গোটা টিমকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি জানানো হয়, ডুরান্ড কাপের ফাইনাল ও সুপার কাপে জয় প্রমাণ করেছে, যে ক্লাব সঠিক পথে এগোচ্ছে। বিনিয়োগকারী হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চান তাঁরাও। তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নতিই মূল লক্ষ্য তাঁদের।