ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হারের ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই ফের সমস্যায় পড়ল টিম ইন্ডিয়া শিবির। জোড়া ধাক্কা ভারতীয় দলে। দ্বিতীয় টেস্টে চোটের জন্য ছিটকে গেলেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য। বিশাখাপত্তনমে রোহিত শর্মারা পাবেন না রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলকে। বিরাট কোহলির অনুপস্থিতিতে যা নিশ্চিত ভাবে চাপ বাড়াবে ভারতীয় শিবিরে। হায়দরাবাদে প্রথম টেস্ট হেরে চাপে রয়েছেন রোহিতেরা। তার উপর দ্বিতীয় টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পাবেন না তাঁরা। প্রথম টেস্টে চোট পেয়েছেন রাহুল এবং জাদেজা। দ্বিতীয় টেস্টে তাঁদের খেলার কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। তার আগে রাহুল বা জাডেজার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। চোট পাওয়া দুই ক্রিকেটারকেই সম্ভবত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাদেজা। ডান পায়ের থাইয়ের পেশিতে যন্ত্রণার কথা জানিয়েছেন রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যেরা দুই ক্রিকেটারের পরিস্থিতি উপর নজর রাখছেন।
স্বাভাবিকভাবেই রাহুল এবং জাডেজার না খেলা পিছিয়ে থাকা ভারতের জন্য নিশ্চিত ভাবে বড় ধাক্কা। হায়দরাবাদে প্রথম টেস্টে দু’জনেই ভাল রান পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে রাহুলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে উইকেটরক্ষক হিসাবে চাননি। অন্য দিকে জাডেজা খেলতে না পারলে, দলের ভারসাম্য নষ্ট হতে পারে। কারণ তিনি সমান দক্ষতা ব্যাটিং এবং বোলিং করতে পারেন। ফিল্ডিংয়েও যথেষ্ট দক্ষ বাঁহাতি অলরাউন্ডার। এক সঙ্গে তিন অভিজ্ঞ ক্রিকেটারের অভাব সামলে দ্বিতীয় টেস্টে বেন স্টোকসদের মোকাবিলা করতে হবে রোহিতদের। পরিবর্ত হিসেবে তিন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, সৌরভ কুমারকে।
