অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি করে ফের শিবির বদলে এনডিএতে ভিড়েছেন নীতীশ কুমার। রবিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলেই ফের বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। নীতীশের মুখ্যমন্ত্রিত্বের লোভ ও বারংবার জোট বদলের রেকর্ড নিয়ে সরগরম বিহার তথা জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ‘মহাগঠবন্ধন’-এর নেতা-নেত্রীরা। বিরোধী জোটের প্রধান শরিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য তীব্র আক্রমণ করেছেন নীতীশকে। সিঙ্গাপুরবাসী রোহিণী তাঁর পোস্টে লিখেছেন, ‘জঞ্জাল ডাস্টবিনে ফিরে গিয়েছে।’
প্রসঙ্গত, মাত্র ১৮ মাস আগে এনডিএ-র হাত ছেড়ে ‘মহাগঠবন্ধন’-এ যোগ দিয়েছিলেন নীতীশ। অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তখন এ কথাও বলেছিলেন, মরে গেলেও আর এনডিএতে ফিরবেন না। নিজের কথাকেই ভুল প্রমাণ করে বিশ্বাসভঙ্গের নয়া রেকর্ড গড়েছেন নীতীশ। আর তাই একদা শরিক দলের নেতার কন্যার চাঁচাছোলা তিরও তাঁকে হজম করতে হচ্ছে। রবিবার জোটবদল করে নীতীশ এনডিএ-র হাত ধরতেই তাঁর নাম উল্লেখ না করে এক্স হ্যান্ডেলে লালুকন্যা রোহিণী লেখেন, আবর্জনা আবার ডাস্টবিনে গিয়েছে। আবর্জনা-গোষ্ঠীকে এই দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেরানোর জন্য অভিনন্দন। রোহিণীর আরও খোঁচা, যাঁদের নীতি ভেসে গিয়েছে, তারাই সমাজবাদের রক্ষক হওয়ার দাবি করে। বিতর্ক তৈরি হওয়ার পর অবশ্য সেই পোস্ট মুছে দেন তিনি। কিন্তু রোহিণীর সেই পোস্টের স্ক্রিনশট ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।