প্রায় দুয়ারে লোকসভা নির্বাচন। বেজে গিয়েছে ভোটের দামামা। ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। শেষ লগ্নের প্রস্তুতি সারছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় ফের দুশ্চিন্তা বাড়ল বঙ্গ গেরুয়াশিবিরের। বড়সড় ভাঙন ধরল বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বিজেপির পঞ্চায়েত সদস্য সহ মন্ডলের বেশকিছু নেতা-কর্মীর। রবিবার বিকেলে ঘাটালে ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেন এক ঝাঁক বিজেপির নেতৃত্ব সহ ৬৪ জন কর্মী সমর্থক। তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই যোগদান পর্বে বিজেপির অঞ্চল সদস্য, উত্তর মন্ডলের সহ সভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক সহ রয়েছে ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতৃত্ব।
এদিন বিজেপি শিবির ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত। জানা গিয়েছে, মূলত ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর অঞ্চল থেকেই বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করেন। আর এই যোগদানের ফলেই মনশুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১৫টি আসনের মধ্যে বিজেপির জেতা ৪টি আসন থেকে কমে গিয়ে দাঁড়াল ৩-এ। অপরপক্ষে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হল ১২। তৃণমূলের দাবি, নতুন বছরে যোগদান প্রক্রিয়া এই সবে শুরু হলেও ২০২৪-এর ভোটের আগে ক্রমাগত চলতে থাকবে এমন যোগদান পর্ব।