ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই পর্যুদস্ত হয়েছে ভারত। ২৮ রানে প্রথম টেস্ট জিতেছে ইংরেজরা। এই হারের বড় প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। দুই থেকে পাঁচে নেমে গিয়েছে ভারতীয় দল। চলে গিয়েছে বাংলাদেশেরও নীচে। এই টেস্ট শুরুর আগে পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল ভারত। তাদের পয়েন্ট শতাংশ ছিল ৫৪.১৬। চারটি টেস্টের মধ্যে দু’টিতে জিতেছিলেন রোহিতেরা। একটিতে হার এবং একটিতে ড্র ছিল। এ বার অস্ট্রেলিয়ার কাছে হারের পরে ভারতের পয়েন্ট শতাংশ হল ৪৩.৩৩। পাঁচ ম্যাচের মধ্যে তারা দু’টিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে। ড্র করেছে একটিতে।
পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু প্যাট কামিন্সদের পয়েন্টের শতাংশ কমেছে। ১০টি টেস্টের মধ্যে ছ’টি জিতেছেন তাঁরা। তিনটি ম্যাচ হেরেছেন। একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৫০.০০। চার নম্বরে থাকা নিউ জিল্যান্ডের পয়েন্টের শতাংশও ৫০.০০। পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্টের শতাংশও ৫০.০০। ভারতের পরে ছয় নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। পয়েন্ট তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। এই টেস্টের আগে পর্যন্ত একটিও টেস্ট জেতেনি তারা। কিন্তু ব্রিসবেনে জেতায় তালিকায় সাত নম্বরে উঠে এসেছে তারা। তাদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। ইংল্যান্ড রয়েছে আট নম্বরে।