রবিবার থেকে ফের বাংলায় শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর তার আগেই এ নিয়ে কংগ্রস নেতার উদ্দেশে কুকথার ফোয়ারা ছোটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর নাম শুনেই মেজাজ হারিয়ে তিনি বলে বসেন, ‘ও একটা গা*’।
প্রসঙ্গত, গতকাল শুভেন্দুকে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত হন তিনি। বলেন, ‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী…রাহুল গান্ধী…কে হরিদাস পাল? একটা গা*। বলছে, স্টোভের ওপর কয়লা দিয়ে সকাল বেলা চা তৈরি হয়। স্টোভের ওপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন?’ স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।