বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। শেষমেশ সত্যি হল তা। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। সূত্রের খবর, শোনা যাচ্ছে, রবিবারই বিজেপির হাত ধরে ফের মসনদে বসবেন তিনি। আজ বিকেলেই শপথ নিতে পারেন নীতীশ-সহ ছয় জন। বিজেপি থেকে দু’জন উপ মুখ্যমন্ত্রী হতে পারেন বলেও শোনা যাচ্ছে। বিগত ২০২০ সালে বিজেপির সঙ্গেই লড়ে জয়ী হয়েছিলেন নীতীশ। পরে ২০২১ সালে তিনি বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে মহাজোট গড়েন। মুখ্যমন্ত্রী থেকে যান তিনিই। আর এবার ফের বিজেপির কাছে ফিরছেন নীতীশ। এবারও সরকারের মুখ্যমন্ত্রী তিনিই থাকবেন বলে জানা যাচ্ছে। আজ বিকেল বা সন্ধ্যায় নবম বারের জন্য নীতীশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে পারেন বলে জানা যাচ্ছে। তাঁর ডেপুটি হবেন বিজেপির এক বা দুই নেতা। আজ সকাল থেকেই পটনায় রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। আগেই জানা যায়, ২৮ তারিখের সব পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করেছিলেন নীতীশ। আর আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ জেডিইউ-র সব বিধায়করা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠকে বসেন নীতীশের সঙ্গে। ওদিকে একই সময় বিজেপির রাজ্য সদর দফতরে বৈঠকে বসেন গেরুয়া শিবিরের বিধায়করা। এরপর সাড়ে ১০টার পর থেকেই পটনার রাজভবনের সামনে ব্যারিকেড পড়তে শুরু করে। এর কিছুক্ষণ পরেই জেডিইউ-এর বৈঠকে বিধায়করা যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নীতীশকে দেন। ১১টার কিছু আগে নীতীশ নিজের বাসভবন থেকে গাড়িতে রওনা দেন রাজভবনের উদ্দেশে। ১১টা ২ মিনিট নাগাদ সেখানে পৌঁছে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গেই জোট বেঁধে লড়েছিল নীতীশের জেডিইউ। জয়ের পর নীতীশকেই মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তা সত্ত্বেও নিজের গদি রক্ষা করা নিয়ে সংশয় ছিল নীতীশের মনে। তাই মাঝপথে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি, কংগ্রেস, বামেদের হাত ধরেন নীতীশ। বিহারে তৈরি হয় মহাজোটের সরকার। তবে সেই জোট সরকারেও ফাটল দেখা দেয়। উল্লেখ্য, ১৭ মাস বয়সী মহাজোট ছেড়ে জেডিইউ যে বিজেপির কাছে ফিরতে পারে, সেই ইঙ্গিত নীতীশের কথাতেই মিলেছিল বিগত বেশ কয়েকদিন ধরে। এদিকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে নীতীশকে নিয়োগ করতে চাওয়া হলেও বিহারের মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেননি। সেই সময় থেকে নীতীশের জোট ত্যাগের জল্পনা আরও প্রবল হয়। জানা যায়, তলে তলে বিগত বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে লোকসভার আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে জেডিইউ-র। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি-জেডিইউ একসঙ্গেই লড়েছিল। বিহারের মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে সেবারে বিজেপি জিতেছিল ১৭টিতে, জেডিইউ ১৬টিতে। এদিকে বর্তমানে জেডিইউ-র ৪৫ জন বিধায়ক আছেন। এছাড়া ৭৮ জন বিধায়ক রয়েছে পদ্মশিবিরের।
