রাজ্যে মেধাবী পড়ুয়াদের শিক্ষালাভের ক্ষেত্রে আর্থিক সমস্যা যাতে কোনও রকম বাধা হয়ে না দাঁড়ায় সেই জন্য একাধিক প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। এই বৃত্তি প্রদানের ক্ষেত্রে বাজেট বাড়ানো হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে। প্রায় ১৫০০ কোটি টাকা সংশ্লিষ্ট স্কলারশিপের খাতে খরচ করতে উদ্যোগী হয়েছে রাজ্য।
প্রসঙ্গত, এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শুধু তাই নয়, প্রশাসনিক মহলের একাংশের থেকে প্রাপ্ত সূত্র মোতাবেক যাঁরা এই স্কলারশিপের যোগ্য হবে তাঁদের মার্চ মাসের মধ্যে অ্যাকাউন্টে এই টাকা যাতে পাঠানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
এই স্কলারশিপে আবেদনের জন্য সর্বশেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে তা ছিল ৭৫ শতাংশ। নম্বর কমানোয় আবেদনের সংখ্যা আরও বেড়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখেরও বেশি। কোনওভাবেই যাতে রাজ্যের কোনও দুঃস্থ, মেধাবী পড়ুয়াকে আর্থিকভাবে ধাক্কা খেতে না হয় সেই কারণে কথা চিন্তাভাবনা করেই বাড়ানো হয়েছে বরাদ্দ।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে এই জন্য ১৪০০ কোটি টাকা খরচ করে মমতা সরকার। আর এর আগের বছর বরাদ্দ করা হয়েছিল ১১০০ কোটি টাকা। এক সরকারি কর্তার কথায়, কেউ যদি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারেন এই স্কলারশিপের জন্য। এই বারে সংশ্লিষ্ট খাতে যা বরাদ্দ করা হয়েছিল তা খরচ হয়ে গেলে বাকিদের স্কলারশিপের জন্য বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া সম্ভব।