মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে মামলায় কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ৫ বিচারপতির বেঞ্চের তরফে আপাতত মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত বিচারপ্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার।
বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় যা নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে শনিবার মামলা (এসএলপি) করার অনুমতি চান রাজ্যের আইনজীবী। শীর্ষ আদালত মামলার অনুমতি দিয়েছে। অনলাইনেই মামলা করতে পারবে রাজ্য। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার এই সংক্রান্ত মামলা শোনা হবে। তার আগে পর্যন্ত কলকাতা হাই কোর্টে মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তা-ও স্থগিত করে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার পর্যন্ত এ বিষয়ে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে কোনও কাজ হবে না।