বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের গ্রান্ট রোড লাগোয়া কামাঠিপুরা এলাকার এক রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হল এক জনের। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, কামাঠিপুরা এলাকাতেই রয়েছে এশিয়ার অন্যতম পুরনো যৌনপল্লি।
স্থানীয় সূত্রে খবর, রাত দুটো নাগাদ ওই রেস্তরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ২০টি ইঞ্জিন-সহ দমকল বাহিনীর চারটি দল ঘটনাস্থলে পৌঁছয়। আগুন ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করে আশপাশের একটি মল এবং একটি উঁচু ভবন খালি করে দেওয়া হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর রেস্তরাঁর শৌচাগার থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের দেহ উদ্ধার হয়েছে। দেহটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
