আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই দেশজুড়ে লোকসভা নির্বাচন। ভোট-আবহে ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। ভোটাধিকার প্রয়োগ সকলের গণতান্ত্রিক অধিকার। দেশে যখনই কোনও নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, সকলকে আহ্বান জানানো হয়ে গণতন্ত্রের উৎসবে যোগদান করতে। প্রতিবছর ২৫ জানুয়ারি এক বিশেষ লক্ষ্যে পালিত হয় জাতীয় ভোটার দিবস আর সেই দিনেই নিজের এক্স হ্যান্ডেলে দেশের যুব সম্প্রদায়ের কাছে আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “আজ, এই জাতীয় ভোটার দিবসে, আমি ভারতের আমার সহ-নাগরিকদের কাছে তাদের নিজস্ব শক্তিতে উঠে দাঁড়াতে, দুর্বলতার প্রতিটি ধারণাকে প্রতিহত করতে, আমাদের বৈচিত্র্যময় জাতির আহ্বানে সাড়া দেওয়ার জন্য এবং সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে প্রতিষ্ঠা করতে সাহায্য করার আহ্বান জানাই। বহুত্ব ও মানবতা বর্জিত উন্নয়ন হল এমন একটি দুর্গ, যেখানে হাসিমুখ ছাড়া বসবাস করতে হয়”, লেখেন তিনি।
পাশাপাশি, মমতার সংযোজন, “আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনার ভোটের ক্ষমতাই নির্বাচিত কয়েকজনকে ক্ষমতায় রাখে এবং এইভাবে আপনি ক্ষমতায় থাকা কয়েকজনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রতিটি ভোট গণনা করা উচিত এবং প্রতিটি ভোট আমাদের মাতৃভূমির জন্য, ভারতের বহুত্ববাদের জন্য হওয়া উচিত।” উল্লেখ্য, ২৫শে জানুয়ারি দিনটির বিশেষ একটি তাৎপর্য রয়েছে। ১৯৫০ সালে এই দিনেই প্রতিষ্ঠা লাভ করেছিল ভারতীয় নির্বাচন কমিশন। ২০১১ সালে প্রথম এই দিনটি উদযাপন করা হয়। নিঃসন্দেহে এটি ভোট দেওয়ার অধিকার এবং গণতন্ত্র উদযাপনের দিন। তবে এই দিনটি পালনের পিছনে বিশেষ একটি উদ্দেশ্যও রয়েছে। তরুণ ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করা হয় দিনটি উদযাপনের মাধ্যমে।