বছরখানেক আগে তাঁর মূর্তি বসানোর সময়ে মোদী সরকারের প্রচারের কোনও কমতি ছিল না। কিন্তু জন্মদিনে কর্তব্য পথে অবহেলিতই রইলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, মঙ্গলবার, ২৩ জানুয়ারি ইন্ডিয়া গেটে ছাতার তলায় একইভাবে দাঁড়িয়ে থাকল নেতাজির মূর্তি। সেখানে অনুষ্ঠান তো দূর অস্ত, গলায় জোটেনি মালাও। সাধারণতন্ত্র দিবসের জন্য আয়োজিত কুচকাওয়াজের কারণে ইন্ডিয়া গেট চত্বর এই সময় নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকলেও সরকারি ছাড়পত্র নিয়ে সেখানে প্রবেশের অনুমতি রয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীই সেখানে গিয়ে শ্রদ্ধাটুকুও জানাননি। আলাদা করে কোনও আলোরও ব্যবস্থাও ছিল না। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী দিল্লি কুয়াশার চাদরে ঢাকা। দুপুর গড়াতে সেই কুয়াশায় প্রায় ঢেকে যায় নেতাজির মূর্তি। স্বাভাবিকভাবেই এর ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে।