মঙ্গলবারই আসামে পুলিশি বাধার মুখে পড়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুলের বিরুদ্ধে জনতাকে উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নির্দেশ দিয়েছেন এফআইআর দায়েরেরও। এই পরিস্থিতিতে বুধবার হিমন্তর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা। তোপ দেগে বললেন, হিমন্তই দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী।
বুধবার অসমের বারপেটায় বক্তব্য রাখার সময়ই এই মন্তব্য করতে দেখা যায় রাহুলকে। তিনি বলেন, ‘উনি (হিমন্ত) দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। আপনাদের সংবাদমাধ্যম যা জানায়, তা হিমন্ত যেমন নির্দেশ দিয়েছেন অবিকল সেটাই’। পাশাপাশি অমিত শাহর হাতেই নিয়ন্ত্রণ হিমন্তর, এমন খোঁচাও দিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘আসামের মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ পুরোপুরি অমিত শাহর হাতেই। হিমন্ত যদি শাহর বিরুদ্ধে কিছু বলেন ওঁকে দল থেকেই ছুড়ে ফেলা হবে’।
প্রসঙ্গত, ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে এই মুহূর্তে অসমে রাহুল গান্ধী। আর সেখানেই মঙ্গলবার পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পালটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। পরে রাহুলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন হিমন্ত। এবার তাঁকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা। সব মিলিয়ে ন্যায় যাত্রাকে ঘিরে তুঙ্গে রাহুল-হিমন্ত তরজা।