গত সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেইদিনই ‘ভক্ত’দের রোষানলের মুখে পড়তে হল সংগীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিককে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, দুঃখ আর একরাশ প্রশ্ন রাখলেন সারেগামাপা-র মঞ্চ কাঁপানো উত্তরবঙ্গের এই ছেলে, যিনি ইতিমধ্যেই প্লে-ব্যাক করেছেন হৃতিক রোশনের জন্য। তাঁর অপরাধ, রামমন্দির উদ্বোধনের দিন তিনি তাঁর শোয়ে অরিজিৎ সিং-এর জনপ্রিয় গান ‘ইয়ে খুদা’ গেয়েছেন! সোমবার সোশ্যাল মিডিয়ায় হতাশা উগরে দীর্ঘ পোস্ট লেখেন গায়ক। জানান, ‘ভয় লাগছে’। পাশাপাশি প্রশ্ন তোলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ এই উক্তিটি কি ভুল হয়ে গেলো?’
স্নিগ্ধজিৎ লেখেন, ‘আমি একজন শিল্পী, আর শিল্পীর মনে হয় জাত পাত দেখে গান গাওয়া উচিৎ নয়, শিল্পীরা কি হিন্দু মুসলিম দেখে গান গাইবে? শিল্পীর কাছে আল্লাহ-ঈশ্বর-ভগবান কি আলাদা? একই অনুষ্ঠানে আমি আযান দিয়ে ‘পাল তুলে দে, মন আমার কেমন কেমন করে’ ও গেয়েছি আবার ‘হরে কৃষ্ণ হরে রাম’ ও গেয়েছি সবাই সমানভাবে আনন্দ করেছে। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি, সময়ের চেয়ে বেশি পারফর্ম করেছি, সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছি অনেক বেশী পেয়েছি, পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গান গেয়ে বেরিয়েছি কোনোদিন কোথাও কারোর থেকে কোনো কটুকথা শুনতে হয়নি বা অপমান পাইনি বরং সবাই অনেক বেশি সম্মান ও ভালবাসা দিয়েছে। কিন্তু আজ নিজের খুব লজ্জা লাগছে, ভয় লাগছে , আজ মঞ্চে অরিজিৎ সিং দার ‘ইয়ে খুদা’ গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হলো? এত এত জায়গায় এই গানটা গেয়েছি কোথাও তো এরম হয়নি, আজ কেনো এরম হলো?’
তাঁর সংযোজন, ‘আজ অনুষ্ঠানে তো আমি ‘রাম ভজন’ ও গেয়েছিলাম, ‘জয় শ্রী রাম’ ও বলেছিলাম, নিরপেক্ষ ভাবে বলেছি, মনের আনন্দে বলেছি , সমস্ত দর্শকবন্ধুরা সেই আনন্দে সামিল হয়েছে, তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ এই উক্তিটি ভুল হয়ে গেলো? কিছু ভুল বললে ক্ষমা করবে সবাই, বাকি সবাই তোমাদের মতামত জানিও’। তবে কোথায় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্নিগ্ধজিৎ, তা উল্লেখ করেননি তিনি। তবে সোমবারই এই বিরূপ পরিস্থিতির মুখে পড়েন তিনি, তা স্পষ্ট স্নিগ্ধজিতের পোস্টে। নেটিজেনরা পাশে দাঁড়িয়েছেন শিল্পীর। তাঁকে সাহস জুগিয়েছেন।