কড়া পদক্ষেপের পথে রাজ্য স্বাস্থ্যদফতর। জারি করা হল একটি নতুন নির্দেশিকা। সেখানে বলা হয়েছে সমস্ত সরকারি হাসপাতালের বর্হিবিভাগ খুলতে হবে সকাল ৯টার মধ্যে। পাশাপাশি। সকাল ৯টার মধ্যে আউটডোর খুলেছে কি না তা ৯টা বেজে ১৫মিনিটে নিশ্চিত করতে হবে নোডাল অফিসারকে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। তবে নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ৯টা ১৫ মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস করে জানাতে হবে যে আউটডোর খুলে গিয়েছে। রবিবার ও ছুটির দিন ছাড়া এই নিয়ম জারি থাকবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নজর রাখতে হবে পুরো বিষয়টির উপর।
প্রসঙ্গত, সরকারি হাসপাতালের আউটডোর মানেই রোগীদের লম্বা লাইন। এক একটি বিভাগের সামনে সেই লাইন যেন ফুরোতেই চায় না। একদিকে টিকিট করতে লাইন। অন্যদিকে ডাক্তার দেখানোর জন্য লাইন। তবে বর্তমানে কিছু সরকারি হাসপাতালে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। অন্য়দিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নেওয়ার জন্য ফের দীর্ঘ লাইন দিতে হয়। সব মিলিয়ে সেই লাইন যেন ফুরোতেই চায় না। ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের। তবে কিছুক্ষেত্রে চিকিৎসকরা ধৈর্য্যে ধরে এই বিপুল রোগীর চাপ সামাল দেন। তবে এবার নয়া নির্দেশে কাজ কতটা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।