রামের ছবি দেওয়া উত্তরীয় দিয়েই হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার! মাইক্রোফোন পরিষ্কার করেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ শাসকদল তৃণমূল কংগ্রেসের।
উল্লেখ্য কয়েকদিন আগে দাসপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই কর্মসূচিতেই দেখা যায়, হিরণ চট্টোপাধ্যায় গলায় থাকা রামের ছবি লাগানো উত্তরীয় দিয়ে হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার করছেন! এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তে সেই ভিডিয়োকে হাতিয়ার করেই আসরে নামে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল।
ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত বলেন, ‘এই রাম নাম আসলে নির্বাচনের জন্য করছেন। হিরণের যদি রামের প্রতি এমন ভক্তি হয়, আমার মনে হয় তাহলে তিনি রামভক্তদের ভক্তিতে আঘাত করছেন। আমরা রাম নিয়ে ছেলেখেলা পছন্দ করি না। রাম আমাদের প্রাণের দেবতা, ভক্তির দেবতা, তাঁকে নিয়ে যাঁরা এই জাতীয় কাজ করেন, আমি তাঁদের ধিক্কার জানাই’।