আর বেশি দেরি নেই। সামনেই লোকসভা নির্বাচন দেশজুড়ে। বেজে গিয়েছে ভোটের দামামা। এই আবহেই, আজ প্রকাশিত হল ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্যে বাড়ল মহিলা ভোটারের সংখ্যা। সোমবার প্রকাশ পেল। নতুন তালিকায় রাজ্যের মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭,৫৮,৩৭,৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১,৩৩,৯৩৬ জন। ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা হলো ১৫,৩১,৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫,৬৩,৫২১ জন পুরুষ, ৫,৭০,৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩,৮৫,৩০,৯৮১ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩,৭৩,০৪,৯৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮৩৭ জন।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। চূড়ান্ত ভোটার তালিকা থেকে মোট ৫,৪৭,৭৫৭ জন ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২০২৪ সালে ৪,৫১,৭০৬ জন ভোটার বাড়লো এই রাজ্যে। তবে সব থেকে লক্ষণীয় বিষয়, রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি। প্রতি বছর ভোটার তালিকা প্রকাশ পায় ৫ই জানুয়ারি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ায় তালিকা প্রকাশ আরও পিছিয়ে দেওয়া হয়। তাই এবার ভোটার তালিকা প্রকাশ পেল ২২শে জানুয়ারি। চলতি বছরের এই ভোটার তালিকা একশো শতাংশই নির্ভুল, এমনই দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।