নেতাজি জয়ন্তীতে ফের মোদী সরকারকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অত্যন্ত জরুরি ছিল নেতাজির তৈরি প্ল্যানিং কমিশন।
প্রতি বছর গুরুত্বপূর্ণ চিফ সেক্রেটারিদের নিয়ে বৈঠক হত। সেটা তুলে নীতি আয়োগ করেছে মোদি সরকার। যার না আছে নীতি, না আছে আয়োগ।
নেতাজি জন্মজয়ন্তীতে রেড রোডের অনুষ্ঠান থেকে মোদী সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, এই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা নেতাজিকে মানি, স্বামীজিকে মানি, রামকৃষ্ণকে মানি, রবীন্দ্রনাথকে মানি। তাঁদের আদর্শে, তাঁদের দেখানো পথে চলি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরির সময় লক্ষ্য স্থির করে দিয়েছিলেন নেতাজি। অথচ আজও সেই পথে দেশ চলতে পারল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নেতাজির কথাকে মান্যতা দিলে ভারত আরও উন্নত হত।
এরপরেই নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বদলে শুধুই বিভাজন আর বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি। আগে প্ল্যানিং কমিশন যখন ছিল, তখন প্রতি বছর গুরুত্বপূর্ণ মুখ্যসচিবদের নিয়ে বৈঠক হত। কোন বিষয়ে কত অর্থ প্রয়োজন, সেটা নিয়ে আলোচনা হত। তীব্র আক্রমণ করে মমতা বলেন, এখন কোনও প্ল্যানিং নেই। প্ল্যানিং একটাই ডিভাইড অ্যান্ড রুল। ঘৃণার রাজনীতি শুরু হয়েছে। নীতি আয়োগ নিয়ো নাম না করে নরেন্দ্র মোদীকে ঠুকে মমতা বলেন, একেবারে মোমের পুতুল। মোমের মত ঘাড় নাড়ে। মাঝে মাঝে মোমের মতো মন কা বাত শোনায়।