আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
তিনি এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠায় আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেজন্য় ধন্যবাদ জানাচ্ছি। তিনি জানিয়েছেন, ৫০০ বছর ধরে যে লড়াই চলছে তার ফলশ্রুতিতেই এই মন্দির। ২২ জানুয়ারির পরে তিনি পরিবার নিয়ে রামমন্দির দর্শনে যাবেন বলেও জানিয়েছেন।
এদিকে একাধিক বিজেপি নেতৃত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সমস্ত বিজেপি নেতারা যে দলে দলে রামমন্দিরে চলে আসবেন এমনটা নয়। বেশিরভাগ বিজেপি নেতাই তাঁদের নিজের জায়গায় থেকে সাধারণ মানুষের সঙ্গে থেকে রামমন্দির দর্শন করবেন। তবে শুধু বিজেপি নেতাদের নয়, ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন রাজনীতিবিদদের কাছে এই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কংগ্রেসের কাছেও এই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা এই অনুষ্ঠানে যাবে না কারণ এই কর্মসূচিকে তারা আরএসএস- বিজেপির কর্মসূচি বলে উল্লেখ করেছে।