আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা গিরে এখন সাজ সাজ রব অযোধ্যায়। প্রস্তুতি চলছে জোরকদমে। লোকসভা নির্বাচনের আগে যে এই রামমন্দিরকেই হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির, তা ফের স্পষ্ট হয়ে গেল রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ২২ জানুয়ারি বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্কুল বন্ধের ঘোষণায়! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন। যোগী বলেছিলেন ২২ জানুয়ারি স্কুল, কলেজ এবং মদের দোকান বন্ধ থাকবে। সেদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।
বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। যেখানে বলা হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান একটি উৎসবের মতো সারা দেশে পালন করা হবে। মধ্যপ্রদেশে এ দিন মদ ও গাঁজার দোকানও বন্ধ থাকবে। গোয়া সরকার ২২ জানুয়ারি প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী, স্কুল এবং কলেজগুলির জন্য ছুটি ঘোষণা করেছে। ছত্তিশগড়েও ২২ জানুয়ারি স্কুল-কলেজ বন্ধ থাকবে। এই রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। ডবল ইঞ্জিন রাজ্য হরিয়ানাতেও রামলালার পুজোর দিন সরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে। এছাড়া ২২ জানুয়ারি মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, এই দিনে রাজ্যের যে কোনও জায়গায় মদ সেবনও করা হবে না৷