২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়ার পর থেকেই ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় গোটা গুজরাত জুড়ে। আর সেই সময়েই গণধর্ষণ করা হয় ২১ বছর বয়সি তরুণী বিলকিস বানোকে। ২০২২ সালের ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে সেই গণধর্ষণ কাণ্ডের ১১ জন দোষীকে জেল থেকে মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। তবে শেষমেশ তাঁদের জেলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু কেউ ‘অসুস্থ’। কারও ‘ছেলের বিয়ে’। কেউ আবার ‘শীতের ফসল কাটতে যাবেন’! এ হেন যুক্তি সাজিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ওই ১১ জনের মধ্যে তিন আসামী। তিন জনেরই আর্জি তাঁদের জেলে ফিরতে আরও একটু সময় দেওয়া হোক। বৃহস্পতিবার মামলাটি নথিবদ্ধ হওয়ার পর শুক্রবার বিষয়টি শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।
গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, বিলকিস কাণ্ডের ১১ ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত সরকার, তা এক্তিয়ার-বহির্ভূত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ ছিল, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। কারণ ধর্ষকদের মুক্তি দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারই ছিল না গুজরাত সরকারের। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে, খুন এবং ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনকেই দু’সপ্তাহের মধ্যে জেলে ফিরে যেতে হবে। করতে হবে আত্মসমর্পণ। আর তারপরই প্রথমে ১১ জনের মধ্যে গোবিন্দভাই নাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আর্জি জানান যে, তাঁকে আত্মসমর্পণ করতে চার সপ্তাহ সময় দেওয়া হোক। যুক্তি হিসাবে তিনি জানান, তিনি নিজে শারীরিক ভাবে অসুস্থ। তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। আর একটি নাকি হওয়ার কথা।
তা ছাড়া গোবিন্দভাই দাবি করেন যে, তাঁর বাবা শয্যাশায়ী হওয়ায় বাড়ির সব কাজ করতে হয় তাঁকে। দোষী সাব্যস্ত হওয়া ১১ জনের মধ্যে আর এক জন, রমেশ রূপাভাই চন্দনা জেলে ফেরত যাওয়ার জন্য আরও ছ’সপ্তাহ সময় চান। এ ক্ষেত্রে তাঁর যুক্তি, ছেলের বিয়ে। বিয়ের কাজে ব্যস্ত থাকায় তিনি এখনই আত্মসমর্পণ করতে পারছেন না বলে জানান রমেশ। রমেশের মতোই আর এক দোষী মিতেশ চিমনলাল আত্মসমর্পণ করার সময়সীমা ছ’সপ্তাহের জন্য বাড়িয়ে দেওয়ার আর্জি জানান। তাঁর আবার যুক্তি, শীতের ফসল কাটার কাজে ব্যস্ত তিনি। তাই সে কাজ মেটার পর জেলে ফেরত যেতে চান বলে জানান তিনি।