রাজ্যে ঘনিয়ে এসেছে দুর্যোগের মেঘ। বৃহস্পতিবার সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। সকালে কুয়াশা ও পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এহেন অকালবর্ষণে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির হতে পারে। অন্যদিকে, দার্জিলিঙে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। পার্বত্য এলাকায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি নীচে। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস, এমনটাই জানিয়েছেন আবহবিদরা।