এবার রাজ্য সরকারের উদ্যোগে চুক্তির আওতায় আসতে চলেছেন ফরাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ‘আনলোডিং ইউনিটে কর্মরত প্রায় সাড়ে ৫০০ ঠিকাশ্রমিক। সোমবার রাতে এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং শ্রমিক সংগঠনের দীর্ঘ বৈঠকের পর শ্রমিক, লেবার কন্ট্রাক্টর এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ঠিক হয়। আগামী ১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।
এই প্রসঙ্গে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন, ‘ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের স্কিলড, আনস্কিলড এবং সেমিস্কিলডতিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্ত নির্ধারিত হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়বে।’ জানা গিয়েছে, এই চুক্তির ফলে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তাও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিপিসির কোনও চুক্তি না থাকায় প্রতি বছরই তাঁদের পুলিশ ভেরিফিকেশন করাতে হত। দিনমজুরিতে কাজ পেতেন তাঁরা।