মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরনের শাড়ি নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী যে শাড়ি পরেন তার টাকা কোথা থেকে আসে তা জানতে চেয়েছেন বিজেপি নেতা। চড়া সুরে তাঁকে আবার পাল্টা আক্রমণও করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের প্রশ্ন, মমতা যে শাড়ি পরেন সেই শাড়ি বাংলায় আর এক পিসও পাওয়া যায় না। সুকান্তর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে মিলবে না’। সুকান্তর প্রশ্ন, ডিজাইনার কি মুখ্যমন্ত্রীকে শাড়িগুলো বিনামূল্য়ে দেন? না হলে এতটাকা কোথা থেকে আসে’?
সুকান্তর এই মন্তব্যের পরই ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘মোদীজী ১০ লক্ষ টাকার স্যুট কার টাকায় পরেন? সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাংলার মানুষ তিনবার নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী হিসাবে। আর এখন সুকান্ত মজুমদার সার্টিফিকেট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে’?
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কে কী শাড়ি পরে, কোনও গাড়িতে চড়ে এই সব প্রশ্ন করা উচিত নয়। এখানে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি জড়িত। রাজনীতিতে ব্যক্তিগত বিষয় টেনে আনা ঠিক নয়, আর সুকান্তর এটুকু জানা উচিৎ মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করতে নেই।