কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। আর এর প্রকৃষ্ট উদাহরণ হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে শিল্প-সাহিত্য চর্চাও করে থাকেন তিনি। ছবি আঁকাই হোক বা ছড়া-কবিতা লেখা— সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যেমন প্রকাশিত হতে চলেছে মমতার লেখা নতুন ৫টি বই। সেই সব বইয়ের মধ্যে একটির বিষয় বাংলার ঐতিহ্য। বাংলার উপাচার নিয়েও একটি বই লিখেছেন মুখ্যমন্ত্রী। বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লিখেছেন একটি বই। তা ছাড়া প্রকাশিত হবে আরও দুটি নতুন বই।
প্রসঙ্গত, গতবারের বইমেলায় তাঁর লেখা ৬টি বই প্রকাশিত হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল, লহ প্রণাম, স্যালুট, আমাদের দুর্গোৎসব ও আমাদের আওয়াজ। ওই ৬টি বই মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা দাঁড়ায় ১৩৩। মমতা যে বই লেখায় শতক পার করবেন তা উনিশ সালের বইমেলার উদ্বোধনে জানিয়েছিলেন। দেখা যাচ্ছে, এবার বইমেলায় তাঁর ৫টি বই প্রকাশিত হলে সংখ্যাটা পৌঁছে যাবে ১৩৮-এ। অর্থাৎ দেড় শতকের দোরগোড়ায় পৌঁছে যাবেন তিনি। উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।