এবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে কটাক্ষে বিঁধলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। প্রসঙ্গত, অযোধ্যার আগেই মেদিনীপুরে উদ্বোধন হল রাম-সীতা-হনুমানজির মন্দির। উপস্থিত ছিলেন খোদ বিধায়ক জুন। বিকেলে গঙ্গা আরতি করছেন বেনারস থেকে আসা পুরোহিতরা। সেই মুহূর্তের সাক্ষী হতে ভিড় করেছেন স্থানীয়রা। মেদিনীপুর পুরসভা এলাকায় বহুদিন ধরেই ছিল মন্দিরটি। কাঁসাই নদীর গান্ধীঘাটে অম্রুত প্রকল্প হওয়ার সময় পুরসভার জল প্রকল্প নির্মাণের স্বার্থে মন্দিরটি সরানো হয়। সেই মন্দিরটি স্থানীয়দের প্রচেষ্টা এবং মেদিনীপুর পুরসভার সহযোগিতায় আবার নতুন রূপে নির্মাণ করা হয়েছে।
আজ উদ্বোধন হয়ে গেল সেই মন্দিরটি। মন্দিরে পুজো দিলেন বিধায়ক জুন মালিয়া।মেদিনীপুরে রামমন্দির নিয়ে শাসকদলকে নিশানা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখানে রামমন্দির হলে ঠিক, অযোধ্যায় হলে ঠিক না, এটা উচিত না। আমন্ত্রণ পাওয়ার পরও ওঁরা যেতে চাইছে না। এদিকে এখানে রামমন্দির করছেন।” পালটা দিয়েছেন জুন মালিয়া। তিনি বলেন, “রাম কি দিলীপ দার একার নাকি? রাম সবার। মন্দিরটা আগেও ছিল। প্রকল্পের কাজের জন্য সরানো হয়।” আজকের দিনটি শুভ বলেই এদিন এই উদ্বোধনের সিদ্ধান্ত, এমনই জানিয়েছেন জুন।