ইগোর কোনও বিষয় নেই। পুরোপুরি ধর্মীয় কারণেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না বলে জানালেন পুরীর শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ মহারাজ। একেবারে কড়া ভাষায় তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের উদ্বোধন করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন, তখন শংকরাচার্যরা কী চুপ করে বসে হাতাতালি দেবেন বলে ভেবে রেখেছিলেন সকলে?
সংবাদসংস্থাকে একটি সাক্ষাৎকারে স্বামী নিশ্চলানন্দ মহারাজ বলেন, ‘শংকরাচার্যরা নিজেদের মর্যাদা সবসময় বজায় রাখেন। এটা ইগো বা অহংকারের বিষয় নয়। প্রধানমন্ত্রী যখন রামলাল্লার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন, তখন আমরা স্রেফ বাইরে বসে থাকব এবং হাততালি দেব বলে ভেবে নেওয়া হচ্ছিল?
ধর্মনিরপেক্ষ সরকার থাকার মানে এটা নয় যে ঐতিহ্যের বিলুপ্তি ঘটানো যাবে।’
দিনকয়েক আগে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে কড়া মন্তব্য করেন স্বামী নিশ্চলানন্দ মহারাজ। সেই বক্তব্যের রেশ ধরে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। লোকসভা ভোটের আগে পুরোটাই ‘চটকদারি’ বলে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘নিজের ধর্মীয় দৃষ্টিকোণ জানিয়েছেন পুরীর শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ মহারাজ। এটার (রাম মন্দিরের উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা) প্রচারে সামিল হতে অস্বীকার করেছেন। উনি বলেছেন যে মন্দির এখনও সম্পূর্ণ হয়নি। সেইসঙ্গে উনি প্রশ্ন করেছেন যে কে প্রাণপ্রতিষ্ঠা করবেন।’